জীবনমান উন্নয়নের পাশাপাশি ডিজিটাল পদ্ধতির কারণে দুর্নীতি কমছে: প্রধানমন্ত্রী

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২:১৩ অপরাহ্ণ

জীবনমান উন্নয়নের পাশাপাশি ডিজিটাল পদ্ধতির কারণে দুর্নীতি কমছে: প্রধানমন্ত্রী
apps

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের কারণে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দুর্নীতিও কমছে। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আগে সবকিছু ছিল অ্যানালগ,আমরা ক্ষমতায় আসার পর সব ডিজিটাল করে দিয়েছি।

এর মাধ্যমে মানুষের জীবনমানের যেমন উন্নয়ন হচ্ছে। পাশাপাশি দুর্নীতিও কমানো যাচ্ছে। এখন মানুষের আর কোনো কাজের জন্য এখানে সেখানে ঘুরতে হয় না। অনলাইনেই মানুষ সবকিছু করে ফেলতে পারছে।আজকের বাংলাদেশ সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন,স্কুল থেকে ছেলে-মেয়েদের এ বিষয়ে শিক্ষা দেয়া হচ্ছে। এ বিষয়ে কেউ আর অজানা নয়।

আইসিটি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।মুজিববর্ষেই বাংলাদেশের সকল ঘরে আলো জ্বালবো মন্তব্য করে শেখ হাসিনা বলেন,৬৪ জেলার মধ্যে আজ ৪০টা জেলা শতভাগ বিদ্যুতের আওতায় আসলো। আর উপজেলাগুলোর মধ্যে ৪১০টি এখন শতভাগ বিদ্যুতের আওতায়। দেশের ৯৬ ভাগ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। মুজিবর্ষের মধ্যেই আমরা শতভাগ বিদ্যুতের আওতায় আসবো।উন্নয়নের নানা চিত্র তুলে ধরে তিনি আরও বলেন:১৯৯৬ সালে ফোন করলেও ১০,ধরলেও ১০ টাকা। আর এখন অনেক স্বল্প মূল্যে মানুষ কথা বলতে পারে। ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি সিম ব্যবহার করা হয়। ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ২ থেকে তিনটা ফোন ব্যবহার করছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে।

আমরা চাকরির জন্য ছুটবো না। নিজেরা চাকরি দেবো। সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে যেনো আমরা গড়ে উঠতে পারি সেদিকে লক্ষ্য রাখছি।

Development by: webnewsdesign.com