ব্রিটিশ পার্লামেন্টের অফিস ভবনে হঠাৎ এক ধূর্ত শিয়ালের আগমন চাঞ্চল্য সৃষ্টি করেছে। যা দেখে অবাক বনে গেছেন সংসদ সদস্য থেকে শুরু করে উপস্থিত অফিস স্টাফরা। কাউকে আক্রমণ না করলেও ধূর্ত এই প্রাণিটি ঘুরে বেড়িয়েছে পোর্ট কালিস হাউজ ভবনের ৪তলা পর্যন্ত।
শিয়ালটি মূল ভবনে সংসদ সদস্যদের প্রবেশের জন্য ব্যবহৃত এসকিলেটর দিয়ে উপরে উঠে আসে। আর উদ্ধার হবার আগ পর্যন্ত পার্লামেন্ট অফিস ভবনের ক্যাফেটেরিয়া থেকে শুরু করে আরো বেশ কিছু স্থান ঘুরে দেখার সুযোগ পায় ধূর্ত এই প্রাণিটি।
কনজারভেটিভ পার্টির এক এমপি জুলিয়া লোপেজ তার টুইটার পেজে লেখেন, রাতে ওয়েস্টমিনিস্টার অফিস ত্যাগ করার মুহূর্তে তিনি এসকিলেটর দিয়ে শেয়ালটিকে পোর্ট কালিস হাউজে প্রবেশে করতে দেখেন।
শেয়ালের প্রবেশ নিয়ে মজা করে ব্রিটিশ এক সংসদ সদস্য তার টুইটারে জানায়, ২০১৭ সালের পর থেকে অনেক অদ্ভুত ঘটনা দেখেছি এই পার্লামেন্টে। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে গেছে এই শিয়াল প্রবেশের ঘটনা।
অবশ্য ভবন ত্যাগের আগে সেখানে নিজের কিছু নিদর্শন রেখে যেতে ভুল করেনি এই চতুর প্রাণীটি।
Development by: webnewsdesign.com