বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | ৮:০৬ অপরাহ্ণ

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
apps

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।

নির্বাচন কমিশন থেকে আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচিত ঘোষণা করেন। ২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। টানা ১৬ বছর বাফুফেতে রাজত্ব করেন তিনি। আজ বাফুফে পেল নতুন সভাপতি।

সালাউদ্দিনের আমলে স্বতন্ত্র থেকে ২০১২ সালে এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহ-সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে এক ভোটে হেরে যান তিনি।

Development by: webnewsdesign.com