চাকরি ছাড়লেন ট্রেনার মারিও ভিল্লাভারানে। বুধবার চাকরিতে ইস্তফা দেন তিনি। মারিও সমকালকে জানান, আইপিএলে কাজের সুযোগ পাওয়ায় বাংলাদেশ ছাড়ছেন। ২০১৪ সাল থেকে জাতীয় দলের ট্রেনার হিসেবে আছেন এ শ্রীলংকান।
চন্ডিকা হাথুরুসিংহের সময় থেকে জাতীয় দলের ট্রেনার হিসেবে নিয়োগ পান মারিও। চন্ডিকা বিসিবির চাকরি ছাড়লেও মারিও ঢাকায় থেকে যান। ২০১৯ সালের বিশ্বকাপের পর তার চুক্তির মেয়াদ তৃতীয় দফায় দুই বছর বাড়ানো হয়। বাংলাদেশে আসার আগে শ্রীলংকা ক্রিকেট বোর্ডে ছয় বছর ট্রেনার হিসেবে কাজ করেছেন মারিও।
এক যুগ ধরে আন্তর্জাতিক দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার, যেটা আইপিএলে কাজের সুযোগ করে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লিগগুলোতে তিন মাস কাজ করলেই মোটা অঙ্কের সম্মানী দেওয়া হয়। তবে আইপিএলে মারিওর দল সম্পর্কে জানা যায়নি। শ্রীলংকার পেশাদার ক্রিকেটার ছিলেন মারিও। ফাস্ট মিডিয়াম বোলিং করতেন।
জাতীয় দলের কাছাকাছি থাকলেও দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার। বেশিরভাগ সময় ‘এ’ দলের হয়ে দেশে-বিদেশে খেলেছেন। প্রথম শ্রেণির এক যুগের ক্যারিয়ারে ৩৭৮ উইকেট তার। খেলোয়াড়ি জীবন শেষে পেশা হিসেবে ফিটনেস কোচের চাকরি বেছে নেন তিনি। মারিও কোচিং ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময় পার করেছেন বাংলাদেশে। জাতীয় দলের ক্রিকেটাররা খুবই নির্ভরশীল ছিল তার ওপর।
Development by: webnewsdesign.com