চতুর্থবারের মতো বিশ্বের সেরা দেশ নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০ | ৩:২৩ অপরাহ্ণ

চতুর্থবারের মতো বিশ্বের সেরা দেশ নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড
apps

চতুর্থবারের মতো বিশ্বের সেরা দেশ নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড। ৭৩টি দেশের এই তালিকায় মিয়ানমার থাকলেও জায়গা হয়নি বাংলাদেশের। ওয়াশিংটনভিত্তিক একটি মিডিয়া কোম্পানির জরিপ এমনটাই বলছে।

‘ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট’ এর করা ‘বেস্ট কান্ট্রিস ২০২০’ তালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে ১৫তম স্থানে আছে চীন। ২৫তম ভারত। আর রোহিঙ্গাদের নিপীড়নের কারণে আন্তর্জাতিক চাপে থাকা মিয়ানমার আছে ৫৭তম স্থানে।

জাপান আছে তৃতীয়স্থানে, জার্মানি আছে চতুর্থস্থানে। পঞ্চম ও ষষ্ঠস্থানে আছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র আছে সপ্তমস্থানে। অষ্টম, নবম ও দশমস্থানে আছে সুইডেন, নেদারল্যান্ডস ও নরওয়ে।

আমেরিকা, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ২০ হাজারের বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে অর্থনৈতিক প্রভাব, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নাগরিক জীবনমান, পর্যটন- এমন ৬৫টি নিয়ামকের ওপর ভিত্তি করে তালিকাটি করা হয়েছে।

Development by: webnewsdesign.com