কুড়িগ্রামে প্রচন্ড শৈত্য প্রবাহ ও হিমেল হাওয়া : তাপমাত্রা ৯ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস

রবিবার, ১২ জানুয়ারি ২০২০ | ১:৪৬ অপরাহ্ণ

কুড়িগ্রামে প্রচন্ড শৈত্য প্রবাহ ও হিমেল হাওয়া : তাপমাত্রা ৯ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস
apps

কুড়িগ্রামে নতুন করে শৈত্য প্রবাহ ও প্রচন্ড ঠান্ডা মারাত্মক আকার ধারন করেছে। রোববার ভোররাত থেকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবনে দুর্ভোগ ক্রমেই বাড়ছে। সকালে সুর্যের মুখ দেখা যাচ্ছেনা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল দশটায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা আজ গোটা দেশে সর্বনিম্ন। গত দুইদিন সকাল পেরিয়ে দুপুরের দিকে রোদ উঠলেও তেমন উত্তাপ লক্ষ করা যায়নি। তবে আজ প্রচন্ড ঠান্ডা অনুভূত হওয়ায় কাতর হয়ে পড়েছে এখানকার খেটে খাওয়া মানুষগুলো। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি শিশু ও বৃদ্ধরা পড়েছে চরম বিপাকে। এদিকে, শীতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে আমন বীজতলার অনেক জায়গায় বলে কৃষকরা জানায়। শীতে বীজতলার বীজচারা শীতকে সরিয়ে তা রক্ষার চেষ্টা কৃষকদের। হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই ডায়রিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৮ জনেরও বেশি রোগী। শীতার্ত মানুষগুলো শীত নিবারণে শীতবস্ত্র না পেয়ে চরম কষ্টে রয়েছে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ছাত্রী ও জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন তার বন্ধুদের সহায়তা ও জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন। জেলার রাজারহাট কৃষি আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল দশটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা গোটা দেশে সর্বনিম্ন বলে জানান। কুড়িগ্রাম ধরলার পাড়ের রহিমা বেওয়া জানায়, আইজ খুব শীত খুব ঠান্ডা কিচ্ছু দেখা যায় না। ঘর থাকি বের হবার পাইনা। খুব কষ্ট হইছে হামার। ছিড়া খ্যাতা গাত দিয়া আছি এলাও একটা কম্বলও পাইলোং না। রিক্সা চালক মজিবর বলেন, এই প্রচন্ড শীতে গাড়ি চালায় যায় না। ঠান্ডায় হাত পাও টাটায়। গাড়িতে যাত্রী উঠতে চায় না। খুব কষ্টে আছি হামরা।

Development by: webnewsdesign.com