রাজশাহীতে জন্ডিস ও হেপাটাইটিস রোগী বৃদ্ধি পেয়েছে। মূলত পানিরই কারণেই এই রোগ দ্রæত ছড়িয়ে পড়ছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। হেপাটাইটিস ও জন্ডিস রোগী বেড়ে যাওয়ার কারণে রাজশাহী সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আর রাজশাহী ওয়াসা বলছে, তাদের পানির মান ঠিক আছে। তবে অন্য কোনো উপায়ে এই রোগে আক্রান্ত হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে, গত এক মাসে পানিবাহিত রোগে রাজশাহী মহানগরীর প্রায় ২৮ রোগী ভর্তি হয়েছেন। তারা সবাই হেপাটাইটিস ও জন্ডিস রোগে আক্রান্ত।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হেপাটাইটিস আক্রান্ত রোগী ভর্তি বেড়েছে। এটি যেহেতু পানিবাহিত রোগ তাই আমরা সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়েছি। সেখানে আমরা রোগী বাড়ায় ব্যবস্থা প্রহণের জন্য বলেছি।
রাজশাহী সিটি করপোরেশনের তথ্য মতে, মহানগরীর ৩০টি ওয়ার্ডে গত সাতদিনে নতুন করে ৯ জন জন্ডিস ও হেপাটাইটিস রোগী শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে ১৬ জন জন্ডিস ও হেপাটাইটিস রোগী শনাক্ত হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এম এ আঞ্জুমান আরা বেগম বলেন, মহানগরীতে পানিবাহিত রোগী বাড়ছে। এই সংক্রান্ত এইটি চিঠিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হয়েছে। প্রতি সপ্তাহজুড়েই আমরা জন্ডিস ও হেপাটাইটিস রোগীর খবর রাখি ও তালিকা করি। আমাদের মাঠকর্মীদের জন্ডিস ও হেপাটাইটিস রোগীর তথ্য নিতে বলা হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: জাকির হোসেন (অতিরিক্ত সচিব) বলেন, আমাদের কাছে তো তথ্য নেই। পানির জন্য নির্ধারিত কোনো স্থান হলে আমরা দেখতাম। তবে যেহেতু নির্ধারিত নেই তাই আমরা আবারও চেক করছি। তবে ওয়াসার পানিতে কিছু নেই। পানি কীভাবে ব্যবহার হচ্ছে সেটার ওপরেও নির্ভর করে। গ্রাহকদের ব্যবহার করা পাইপ লাইন-রিজার্ভার এসবের কারণে হয়েছে। কিন্তু সবার সন্দেহ হবে ওয়াসার কারণে হয়েছে। তবে ওয়াসার পানিতে নয়, অন্য কিছুও হতে পারে। যেহেতু পানিবাহিত রোগ তাই ওয়াসার ওপরেই দায় আসবে। আমরা আবারও সব পানি চেক করছি।
Development by: webnewsdesign.com