শৈতপ্রবাহ ও ঘন কুয়াশায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি ও নীলমনিগঞ্জের পান চাষিদের বরজে পানের পাতা ও গোড়া পচনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সম্ভাবনাময় পান চাষে পচন দেখা দেয়ায় আতঙ্ক পান চাষিদের।
এ রোগ থেকে পরিত্রাণ পেতে কৃষকরা নানা ধরনের কীটনাশক ব্যবহার করলেও পানের এ রোগ দমন করতে পারছেন না। এ রোগ দমন করতে না পারলে চলতি বছরে পান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন পানচাষিরা। ছবিটি মঙ্গলবার (৭ জানুয়ারি) তোলা।
Development by: webnewsdesign.com