বাকেরগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের মূল্য ১৫০০ টাকা বিক্রির অভিযোগ

রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ

বাকেরগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের মূল্য ১৫০০ টাকা বিক্রির অভিযোগ
এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের মূল্য ১৫০০ টাকা!
apps

বাকেরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রবেশপত্র বিক্রয়ের অভিযোগ উঠেছে উপজেলার বেশ কয়েকটি কলেজের বিরুদ্ধে। জানা যায়, এইচএসি ও সমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়ের পর এবার প্রবেশপত্র বিতরণেও ৫০০ থেকে ১৫০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বেশিরভাগ কলেজের বিরুদ্ধে।

এর মধ্যে বেগম শামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজে ১৫০০ ও বিলকিস জাহান টেকিনিক্যাল কলেজের বিরুদ্ধে ৮০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কলসকাঠী ডিগ্রি কলেজ, আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ, হেলাল উদ্দিন ডিগ্রি কলেজ, সিএনবি ডিগ্রি কলেজ, সৈয়দ আফসার উদ্দিন ডিগ্রি কলেজ, শিয়ালঘুনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, কবাই ইউনিয়ন আইডিয়াল মহিলা কলেজের বিরুদ্ধে ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এর আগেও এসব কলেজের বিরুদ্ধে ফরম ফিলাপে ৫-১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ছিল।

প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার বিষয়ে বেগম শামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজের নাম না প্রকাশের শর্তে একাধিক পরীক্ষার্থী যুগান্তরকে জানান, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আটক রেখে তাদের কাছ থেকে এ টাকা আদায় করেন কলেজ কর্তৃপক্ষ।

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে বেগম শামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান যুগান্তরকে বলেন, ফরম ফিলাপের সময় কিছু টাকা বকেয়া ছিল সেই টাকা এখন নেওয়া হচ্ছে। প্রবেশপত্র বাবদ কোনো টাকা নেওয়া হয় না।

টাকা নেওয়ার বিষয়ে প্রায় একই বক্তব্য দিয়েছেন বেশিরভাগ কলেজর অধ্যক্ষরা।

তবে বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন জানান, প্রবেশপত্র বিতরণে কোনো টাকা নেওয়া সুযোগ নেই। এ বিষয় প্রতিটি কলেজে জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ফরম ফিলাপে বকেয়া রাখার কোনো সুযোগ নেই। জানতে চাইলে এ বিষয়ে বাকেরগঞ্জ উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল যুগান্তরকে জানান, প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়া হলেও টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

Development by: webnewsdesign.com