পিইসি ও জেএসসি পরীক্ষার মাধ্যমে শিশুদের পরীক্ষা ভীতি দূর হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবনে এ কথা বলেন তিনি। এসময় মাধ্যমিক ও প্রাথমিক শিশুদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, “দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতি একান্তভাবে প্রয়োজন। ১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে শহীদদের সেই রক্ত ব্যর্থ হতে দেয়া যাবে না “
সমাজে কোনও বৈষম্য রাখা যাবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা ভবিষ্যৎ নাগরিক তাদের শিক্ষা প্রশিক্ষণের মধ্য দিয়ে সুনাগরিক তৈরি করতে হবে।”, না থাকে।”শিশুদের মানসিক চাপ তৈরি না করে খেলাধুলার মাধ্যমে আগ্রহী করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
ফলাফল হস্তান্তর শেষে প্রাথমিক ও মাধ্যমিক এর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল তুলে দেন। এরপর মাধ্যমিকের ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে দশটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন।
Development by: webnewsdesign.com