বাঘটিকে মারতে অভিযানে অংশ নেন ২০০ পুলিশ

সোমবার, ১০ অক্টোবর ২০২২ | ১২:৪৭ অপরাহ্ণ

বাঘটিকে মারতে অভিযানে অংশ নেন ২০০ পুলিশ
apps

বাঘটি ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছিল। ভারতের বিহার রাজ্যের চম্পারন এলাকাবাসীর কাছে এক আতঙ্ক। ফলে তার নাম হয়ে উঠে ‘চম্পারনের নরখাদক’। গত শনিবার সন্ধ্যায় এই বাঘটিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই অভিযানে অংশ নেন ২০০ পুলিশ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। অনেক কর্মকর্তা হাতির পিঠে চেপে বাঘটির অনুসন্ধান করেন।

স্থানীয় সূত্রের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, বাঘটি বাল্মিকী ব্যাঘ্র রিজার্ভে থাকতো। এর আশেপাশের এলাকায় মানুষের মধ্যে সে ত্রাসের সঞ্চার করেছিল নরখাদক হয়ে ওঠার পর। বাঘটিকে হত্যার অভিযানে নেতৃত্ব দেয় বিহার পুলিশ। এসময় বাঘটি শীতলতোলা বালুয়া নামক একটি গ্রামের আখ ক্ষেতে অবস্থান করছিল।

পুলিশ বাঘটিকে শনাক্ত করার পর আখ ক্ষেতটি ঘিরে ফেলে, এরপর গুলি চালিয়ে তিন বছর বয়সী প্রাণীটিকে হত্যা করে। বনবিভাগের কাছে এই অভিযানের সাংকেতিক নাম ছিল টি-১০৪। স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষক কর্মকর্তা কুমার গুপ্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘বাঘটিকে মানুষের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছিল’।

সূত্র: বিবিসি, লাইভ মিন্ট

Development by: webnewsdesign.com