দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন খায়রুল বাসার

বুধবার, ১৮ মে ২০২২ | ৪:৩০ অপরাহ্ণ

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন খায়রুল বাসার
apps

দিনাজপুর জেলার ১৩ টি থানার মধ্যে এপ্রিল /২২ এর সার্বিক কর্ম মূল্যায়নে (হাকিমপুর থানাকে শ্রেষ্ঠ থানা) নির্বাচিত করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসার এর হাতে শ্রেষ্ঠ (ওসির) ক্রেষ্ট তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুর ২ টায় দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ নাম ঘোষণা করা হয়।

এদিন দিনাজপুর জেলা পুলিশের ২০২২ সালের এপ্রিল মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় জেলার গত এপ্রিল মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

এছাড়াও সভায় অত্র জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০২২ সালের এপ্রিল মাসে অত্র জেলার ১৩ টি থানার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার প্রদান করেন।

সেবা প্রত্যাশীদের থানায় সেবা প্রাপ্তিতে সন্তুষ্টি, ব্যাপক পরিমাণ মাদক, হেরোইন, গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সাজা প্রাপ্ত ও সাধারণ ওয়ারেন্ট আসামি গ্রেফতার এবং বিট পুলিশিং মিটিংসহ যাবতীয় কর্মকান্ডে কৃতিত্বের জন্য হাকিমপুর থানাকে শ্রেষ্ঠ থানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসারকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার)।

এসময় পুলিশ সুপারের গতিশীল নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ খায়রুল বাসার। তিনি হাকিমপুর থানা পুলিশের অফিসার-ফোর্সগণের অব্যাহত সহযোগিতার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়াও অত্র থানা এলাকায় দায়িত্ব পালনরত সকল মিডিয়া ব্যক্তিত্বকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Development by: webnewsdesign.com