শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত হলেন কাজিপুর দলিল লেখক সমিতির সম্পাদক শাহরিয়ার বিপ্লব

রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ | ৫:৪৭ অপরাহ্ণ

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত হলেন কাজিপুর দলিল লেখক সমিতির সম্পাদক শাহরিয়ার বিপ্লব
apps

সফল দলিল লেখক ও সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সিরাজগঞ্জের কাজিপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার মোঃ বিপ্লব হোসেন “শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২” এ ভূষিত হয়েছেন।

শনিবার ২৯ জানুয়ারি আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে পল্টন টাওয়ার ঢাকা তার হাতে এ পুরষ্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।

আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্মাননাস্বরুপ এই এ্যাওয়ার্ড প্রদান করে আসছে।

এ উপলক্ষে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা ‘ র ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের মহাসচিব এমএইচ আরমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ চাঁন মিয়া।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ খাদেমুল ইসলাম চৌধুরী ।প্রধান আলোচক ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, নিরাপত্তা বিশ্লেষক কর্নেল ( অব) আশরাফ আলদীন।অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ আতা উল্লাহ খান।স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান শাহা আলম চুনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ও বীরমুক্তিযোদ্ধা কবি আনোয়ার হোসেন, লেঃ মোঃ অহিদুর রহমান বিএনসিসিও,এ্যাডঃআবু বক্কর সিদ্দিক এবং অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান। উল্লেখ্য যে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন পক্ষ থেকে সারা বাংলাদেশের দলিল লেখক সমিতির সভাপতি / সম্পাদকদের মধ্য থেকে ৪০ জন কে সেরা দলিল লেখক মনোনীত করে সন্মাননা প্রদান করে যাচ্ছেন। কাজিপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার মোঃ বিপ্লব হোসেন ,৩০ ই জানুয়ারি রবিবার দুপুরে এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভালো কাজ করলে দেরিতে হলেও এক সময় মূল্যায়ণ হয়। এই পুরস্কার আমাকে সরকারি বিধি মেনে দলিল লেখা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা রক্ষায় মানুষের কল্যাণে কাজ করতে আরো জোরালো ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

চ্যালেঞ্জিং এই পেশায় আরও সক্রিয় হয়ে কাজ করে যাবো । দুর্নীতিমুক্ত জাতি গঠনে নিজেকে আরও বিলিয়ে দিতে চাই। আগামী দিনে উন্নত দেশ গঠনে নিজের মেধা ও মননশীলতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।তিনিআরও বলেন, প্রতিটি কাজই সততা ও নিষ্ঠার সাথে করতে পারলে তার প্রতিফল একদিন আসবেই। এই সন্মাননা পেয়ে দায়িত্ব কর্তব্য পালনে আমাকে আরও অনুপ্রাণিত করবে।দেশ ও জাতির কল্যাণে সততার সাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি ।
এসময় তিনি এই পুরস্কার প্রদানের জন্যে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এছাড়া কাজিপুর সাব- রেজিস্ট্রার অফিসের সকল কর্মকর্তা, কাজিপুর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব শাহীন আলম মজনু সহ অন্যান্য সদস্য বৃন্দ সংশ্লিষ্ট সকল কে আন্তরিক ধন্যবাদ জানান।

 

Development by: webnewsdesign.com