সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে ‘স্বৈরাচারী উপাচার্য’ আখ্যা দিয়ে তাঁর পদত্যাগের দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়। ‘শাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে আমরা’ ব্যানারে বামপন্থী আটটি ছাত্রসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিচ্ছেন। আজ সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
কর্মসূচিতে সভাপতিত্ব করছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য। সভাপতির প্রারম্ভিক বক্তব্যে তিনি বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা ১৬৩ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। এটি আন্দোলনের কোনো ব্যর্থতা নয়। এ আন্দোলনের মধ্য দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংকটের বিষয়টি সামনে এসেছে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় গণতান্ত্রিক প্রক্রিয়া যে নেই, উপাচার্যরা কীভাবে নিয়োগ পান, তা সামনে এসেছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে পুলিশি আক্রমণ মেনে নেয়নি।
জয়দীপ ভট্টাচার্য বলেন, ‘গণ-অবস্থান কর্মসূচি চলবে। আমাদের মাইক আজ সবার জন্য খোলা থাকবে। যেকোনো শ্রেণিপেশার মানুষ এখানে এসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাঁদের অনুভূতি ও সমর্থন জানাতে পারবেন। এ জন্যই আমাদের এ কর্মসূচি।’
ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সহসভাপতি অনিক রায়ের সঞ্চালনায় কর্মসূচিতে ছাত্রনেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য দিচ্ছেন। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদসহ বেশ কয়েক শিক্ষকের এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
Development by: webnewsdesign.com