রাজধানীর শ্যামলী থেকে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ২২ জানুয়ারি ২০২২ | ২:৫৩ অপরাহ্ণ

রাজধানীর শ্যামলী থেকে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২ । র‌্যাব সূত্র জানায় ২১ জানুয়ারী ২০২২ ইং রোজ শুক্রবার সকাল ০৮.০০ টায় র‌্যাব-২ এর অভিযানিক দল রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় বিশেষ চেকপোষ্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে। অতপর ০৯.৪৫ টায় একটি পিকআপ ভ্যান উক্তস্থানে উপস্থিত হলে থামার সংকেত দেওয়া মাত্র র‌্যাবে ফোর্সের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে শীবু চন্দ্র বর্মন(৩২), পিতা- গোপাল চন্দ্র বর্মন, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, মোঃ আকরাম হোসেন (২৯),পিতা- আবু হানিফ মিয়া, জেল- ব্রাহ্মনবাড়ীয়া, মোঃ আনোয়ার হোসেন (২৩), পিতা- মৃত তাজুল ইসলাম, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া ও মোঃ জুনায়েদ (২২),পিতা- মোঃ রতন মিয়া, জেলা- ময়ময়সিংহ’দের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ এবং গাড়ী তল্লাশীকালে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় । প্রাথমিক অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কাচাঁমাল পরিবহনের আড়ালে মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব নিয়মিত অভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। র‌্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।

উল্লেখ্য যে, আসামী শীবু চন্দ্র বর্মন (৩২) এর বিরুদ্ধে ব্রাহ্মনবাড়ীয়া কসবা থানায় একটি মাদক মামলা রয়েছে এবং মোঃ আনোয়ার হোসেন (২৩) এর বিরুদ্ধে ব্রাহ্মনবাড়ীয়া কসবা থানায় একটি মাদক মামলা রয়েছে। উপর্যুক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।প্রেস রিলিজ

 

Development by: webnewsdesign.com