প্রচন্ড শীতে কষ্টে থাকা দরিদ্র-হতদরিদ্র শীতার্তদের বাড়ি বাড়ি ও সড়কের পাশে থাকা ছিন্নমুল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ।
বৃহঃবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার মেঘাই নতুন বাজার ,পুরাতন বাজার, মেঘাই বাসষ্ট্যান্ড, মসজিদ চত্বর,শিমুলদাইড় বাজার, ছালাভরা বাজার কাজিপুর যমুনা রক্ষা বাধের বিভিন্ন এলাকার সিরাজগঞ্জ – কাজিপুর রোডের দু পাশে চায়ের দোকানদার,পিঠার দোকানদার, ক্ষুদ্র কাচামালের দোকানদার,ছিন্নমূল অসহায় এসব পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিআইও একেএম শাহা আলম মোল্লা
কম্বল পেয়ে আনন্দিত মেঘাই নতুন বাজারের চা দোকানদার সুজন জানান, কয়েকদিন ধরে প্রচন্ড শীত পড়ছে। রাতে শীতে খুব কষ্ট হয় আমাদের। আজকে ইউএনও সার হঠাৎ এসে কম্বল দিয়েছেন। এর আগে কেউ আমাদের কিছু দেয়নি।স্যারকে ধন্যবাদ জানাই।
মেঘাই বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থাকা ছিন্নমুল মানুষ পিঠা বিক্রেতা হেলাল বলেন, কোনমতে কাপড় জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করি। কেউ নেই যে তার কাছে যাব। এখন ইউএনও স্যার যে কম্বল দিলেন, তাতে মোটামুটি শীতে কষ্ট পেতে হবে না।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, প্রচণ্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে, এ কথা শুনে আমি আমার সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। আমরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। এছাড়া সড়কের পাশে থাকা প্রকৃত অসহায়দেরও কম্বল দেওয়া হচ্ছে।
এসময় সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।উল্লেখ যে কাজিপুরের কৃতি সন্তান অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার এর সহযোগিতায় আজকের কম্বল বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ চলমান আছে।
Development by: webnewsdesign.com