রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ৯৪৪৩টি খাতা চ্যালেঞ্জ ৮৩৮৭ শিক্ষার্থীর

বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ | ৫:১৭ অপরাহ্ণ

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ৯৪৪৩টি খাতা চ্যালেঞ্জ ৮৩৮৭ শিক্ষার্থীর
apps

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ৯ হাজার ৪৪৩টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছে। এ আবেদন করেছে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি গণিত খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে পদার্থ বিজ্ঞান বিষয়ে। এ বিষয়ে ৩ হাজার ৪৭৭টি।
রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ২০২১ সালের ৩০ ডিসেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ৬ জানুয়ারি পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষার আবেদন নেওয়া হয়েছে। এবার রাজশাহী বোর্ডে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী ৯ হাজার ৪৪৩টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ভূগোল ও পরিবেশে ১ হাজার ২৮১টি, উচ্চতর গণিতে ৩১৮টি, পদার্থে ৩ হাজার ৪৭৭টি, রসায়নে ২ হাজার ১৭০টি, জীব বিজ্ঞানে ৫৭৭টি, পৌরনীতি ও নাগরিকতায় ১০২টি, অর্থনীতিতে ৬৭টি, ব্যবসা উদ্দ্যোগে ৬৯টি, হিসাব বিজ্ঞানে ৩৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩৭৯টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ৬৪৮টি চ্যালেঞ্জ করেছেন শিক্ষার্থীরা।

Development by: webnewsdesign.com