করোনায় আক্রান্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ | ১১:১৪ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
apps

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও জেলা প্রশাসক আব্দুল জলিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। তিনি বলেন, শারীরিকভাবে তারা সুস্থ আছেন এবং কোনো উপসর্গও নেই। পজিটিভ রেজাল্ট জানার পরপরই তারা নিজ নিজ বাংলোতে আইসোলেশনে গেছেন।

কল্যাণ চৌধুরী আরও বলেন, ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনে যাওয়ার আগে আজ সকালে আমরা বেশ কয়েকজন করোনা পরীক্ষা করেই। তাতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার পজিটিভ হন। পাঁচজনের নেগেটিভ আসে। তবে জেলা প্রশাসকের চালক ও গানম্যান করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও আইসোলেশনে গেছেন। আর তাই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কারোরই সম্মেলনে যাওয়া হচ্ছে না।

Development by: webnewsdesign.com