খুলনার উন্নয়ন ঘুরে দেখলেন মেয়র আরিফসহ সিসিকের কর্মকর্তারা

রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | ১:৩০ অপরাহ্ণ

খুলনার উন্নয়ন ঘুরে দেখলেন মেয়র আরিফসহ সিসিকের কর্মকর্তারা
apps

খুলনা ওয়াসা এবং খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেছেন মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্মকর্তাদের ৪৪ জনের একটি প্রতিনিধি দল।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে সিসিকের প্রতিনিধি দলটি খুলনা ওয়াসার ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট” পরিদর্শনে যান। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে প্রকল্প এলাকা ঘুরে দেখান।

খুলনা ওয়াসা কতৃপক্ষ জানান, খুলনা মহানগর থেকে ৩৩ কিলোমিটার দূরবর্তি মধুমতি নদী থেকে সংযোগ লাইনের মাধ্যমে পানি এনে ‘বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট”-এর মাধ্যমে প্রতিদিন ১১ কোটি লিটার পানি পরিশোধন করা হয়। ৬৬ একর ভূমির উপর প্রতিষ্ঠিত এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আধুনিক পদ্ধতিতে পানি পরিশোধন করে ৬টি জোনে খুলনা সিটি কর্পোরেশনে পানি সরবরাহ করা হয়।

পরে প্রতিষ্ঠানটির কার্যালয়ের আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেস সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এদিকে দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সহ কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধিন প্রতিনিধি দলটি মত বিনিময় সভায় মিলিত হন। এসময় খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সমূহ নিয়ে মতবিনিময় করেন।

পরে খুলনা সিটি কর্পোরেশনের নিজস্ব এসপল্ট প্লান্ট ও মানব বর্জ্য পরিশোধন প্রকল্প পরিদর্শন করেন সিসিকের প্রতিনিধি দলটি।

Development by: webnewsdesign.com