শেরপুর সদর উপজেলার উপশহর কুসুমহাটি বাজারে আগুনে ১৩ দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকানে লুটপাট হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ২ জানুয়ারি রোববার ভোর ৫টার দিকে সদর উপজেলার কুসুমহাটি বাজারের জনৈক সুজনের প্লাস্টিক ও সুতার দোকানের ভেতর পিডিবি’র বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ওই দোকানের প্লাস্টিক ও সুতা পুড়ে পার্শ্ববর্তী মুদি দোকান, চালের আড়ত, কসমেটিকস, পান-সুপারি, সেলুন এবং বিভিন্ন গোডাউনসহ ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে খবর পেয়ে সকাল সাড়ে ৭টায় জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ক্ষতিগ্রস্ত ও অন্যান্য ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডে মালামাল ও দোকানপাটসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ফায়ার সার্ভিস বিভাগের উপপরিচালক জাভেদ হোসেন তারেক জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি বলে তিনি জানান।
Development by: webnewsdesign.com