৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

রবিবার, ২৪ জুলাই ২০২২ | ৩:৫৮ অপরাহ্ণ

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ
apps

সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। যা নিয়ে জেলেরা দ্রুত ফিরছেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার পরপরই সাগরে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি তারা। এদিকে অবতরণ কেন্দ্রে ইলিশ দেখে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।সাগরে মিলছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ট্রলারে বসে ইলিশ গুণছেন জেলেরা। গুনে গুনে তা ভরছেন ঝুঁড়িতে। আর বেচাবিক্রির জন্য দ্রুত তা নিয়ে যাওয়া হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টুনে।

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বাঁকখালী নদীর মোহনা দিয়ে বড় বড় ট্রলার যাচ্ছে সাগরে মাছ শিকারে। আবার কিছু কিছু ট্রলার ফিরছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। প্রতিটি ট্রলারে জেলেদের মুখে হাসি। তারা বলছেন, সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।জেলেরা জানান, সাগরে জাল ফেলতেই মাছ ধরা পড়ছে। তারা এতে অনেক খুশি। এক একটা মাছের ওজন হবে দেড় কেজির মতো।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টুন মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও জেলেদের হাঁকডাকে সরগরম। দীর্ঘদিন পর পল্টুনে ইলিশ দেখে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে দাম বাড়তি বলেও জানান তারা।ব্যবসায়ীরা বলেন, মাছের সরবরাহ ভালো। তবে বড় মাছের দাম অনেক। ১০০ ইলিশের দাম ১ লাখ ৬০ হাজার টাকা চাচ্ছে।

সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞার সুফল পাওয়ার কথা উল্লেখ করে এ বছর লাভবান হওয়ার আশা প্রকাশ করেন কক্সবাজারে মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদ সমবায় সমিতির সভাপতি মো. ওসমান গণি টুটুল।উল্লেখ্য, কক্সবাজারে লক্ষাধিক জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজারের বেশি। এছাড়া নিবন্ধিত নৌযানের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি।

Development by: webnewsdesign.com