২৭ বছরের সম্পর্ককে বিদায় জানালেন মীর

শনিবার, ০২ জুলাই ২০২২ | ৫:৪৯ অপরাহ্ণ

২৭ বছরের সম্পর্ককে বিদায় জানালেন মীর
apps

পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে তিনি সকালম্যান। মীর আফসার আলি মানেই রেডিও মির্চি। দুই দশকেরও বেশি সময় ধরে শহর কলকাতার ঘুম ভাঙতো মীরের কণ্ঠে। কিন্তু শুক্রবার (১ জুলাই) এক দুঃসংবাদ দিলেন সঞ্চালক-অভিনেতা। এবার থেকে রেডিও মির্চিতে আর তার কণ্ঠ শোনা যাবে না। মির্চি ছেড়ে দিলেন মীর!

২৭ বছরের সম্পর্ক এই রেডিওর সঙ্গে। অতঃপর বিদায়বেলায় কষ্ট যে হবে, তা বলাই বাহুল্য। এই রেডিও চ্যানেলে তিনি যোগ দিয়েছিলেন ১৯৯৪ সালের ৬ আগস্ট। সেই থেকে মীরের সুপ্রভাত বলার ভঙ্গিতেই ঘুম ভাঙতো শহর কলকাতার।

শুক্রবার (১ জুলাই) আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তার প্রথম দিনের ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়। সেখানেই তার আক্ষেপ, ‘কষ্ট হচ্ছে।’ শ্রোতাদেরও ধন্যবাদ জানিয়েছেন এত বছর তাকে শোনার জন্য। তবে পাশাপাশি মীর সাফ জানিয়ে দেন, ‘মির্চি ছেড়েছি। রেডিও নয়।’ তাহলে কি এবার নতুন কোনও রেডিও স্টেশনে শোনা যাবে মীরের কণ্ঠ? নাকি নিজেই শুরু করবেন নয়া স্টেশন? প্রশ্নের উত্তর এখনও অধরা।

Development by: webnewsdesign.com