ঢাকা সিটি নির্বাচনে প্রচার-প্রচারণার কাজে লাগানো পোস্টার ও অন্যান্য সামগ্রী ২০ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই নির্দেশনার কথা জানান ইসি সচিব মো. আলমগীর।সাংবাদিকদের তিনি বলেন, “ঢাকার দুই সিটির নির্বাচনে যেসব প্রার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার ও অন্যান্য প্রচার সামগ্রী রাস্তা থেকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের জরিমানা করা হবে।নির্দেশ অমান্য করলে জরিমানার পাশপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসির এই কর্মকর্তা।
Development by: webnewsdesign.com