২০২০-এ মন্ত্রিসভা পুনর্বিন্যাস হতে পারে

সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ | ৯:৩২ অপরাহ্ণ

২০২০-এ মন্ত্রিসভা পুনর্বিন্যাস হতে পারে
apps

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিসভা পুনর্বিন্যাস একটি রুটিন ওয়ার্ক। সময়ে সময়ে মন্ত্রিসভা পুনর্গঠন হয়। নতুন বছরে হয়তো কিছু হতে পারে। দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ার পর গতকাল সচিবালয়ে সড়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আগামীকাল (মঙ্গলবার) দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে। এ সময় সাংবাদিকরা জানতে চান শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নতুন কমিটিতে আসতে পারে কিনা- জবাবে তিনি বলেন, তারা নিজেরাই আসতে সম্মত নন। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, ববি, রুপুমতি এরা কেউই… এদের পরিবারের সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমি যতটুকু জানি, এবারকার নেতৃত্বেও কেউ আসবেন- এমন কোনো ইঙ্গিত আমি পাইনি। ওবায়দুল কাদের জানান, এখনো অনেক পদ ফাঁকা রয়েছে। সেসব পদেই আগামীকাল মঙ্গলবার দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা হবে।

Development by: webnewsdesign.com