১২ নায়িকার ছবির ঈদ

রবিবার, ২৪ মার্চ ২০২৪ | ১:২১ অপরাহ্ণ

১২ নায়িকার ছবির ঈদ
apps

ঈদ মানে আনন্দ উৎসব, এই উৎসবে আনন্দের অন্যান্য অনুষঙ্গের মধ্যে সিনেমা হলে গিয়ে নতুন ছবি দেখা অন্যতম। এবারের ঈদের ছবি নিয়ে আসছেন ১২ নায়িকা। তাই ঈদে দর্শকের আনন্দ অন্যবারের চেয়ে একটু বেশিই হবে। কোন নায়িকার কী ছবি মুক্তি পাচ্ছে সে কথাই তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

মৌসুমী (সোনার চর)
‘সোনার চর’ ছবিটি নিয়ে আসছেন অভিনেত্রী মৌসুমী। এটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। মৌসুমী বলেন, ‘সোনার চর সিনেমার গল্পটা খুব সুন্দর। ১৯৭৫-পরবর্তী সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছি। বাকিটা সিনেমা হলে মুক্তি পেলে ঈদে দর্শক ভালো বলতে পারবেন।’

পূর্ণিমা (আহারে জীবন)

পূর্ণিমাকে নায়িকা করে প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘আহারে জীবন’। এটি সরকারি অনুদানে নির্মিত এবং করোনাকালের ভয়াবহতা এ ছবির গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। দীর্ঘদিন পর বড় পর্দায় তাও আবার ঈদ উৎসবে দর্শকের সামনে আসতে যাচ্ছেন বলে উচ্ছ্বসিত পূর্ণিমা।

পূজা চেরী (লিপস্টিক)

কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। এ নায়িকা বলেন, অভিনয়জীবনের শুরু থেকেই দর্শক-প্রশংসা পেয়ে আসছি। তাদের উৎসাহে আরও ভালো কাজ করতে পারছি। এবারের খুশির ঈদে আমার এ ছবিটি আসতে যাচ্ছে শুনে আমিও আনন্দিত।

মন্দিরা (কাজলরেখা)

‘কাজলরেখা’, এ ছবির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। মন্দিরা বলেন, নতুন হিসেবে বড় পর্দায় এসেই খুশির ঈদে দর্শকের সামনে হাজির হব এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি।

কোর্টনি কফি (রাজকুমার)

হিমেল আশরাফের ‘রাজকুমার’ আসছে ঈদে। এ ছবির নায়িকা হলেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। ঢাকায় ছবিটির শুটিং করতে এসে নায়িকা কফি বলেন, বাংলাদেশের ছবিতে অভিনয় করছি বলে আমি সত্যিই গর্বিত। এখন শুধু অপক্ষো দর্শক আমাকে কীভাবে গ্রহণ করে তা দেখার জন্য।

দর্শনা বণিক (ওমর)

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমাটিতে আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমাটির প্রধান চরিত্রে শরিফুল রাজের সঙ্গে এবার পর্দায় দেখা যাবে কলকাতার দর্শনাকে।

বাঁধন (এশা মার্ডার)

রহস্যঘেরা আবহ, নৃশংসতার চিহ্ন, উদ্ঘাটনের চেষ্টা; এমনই ঝলকে সামনে এলো সানী সানোয়ার পরিচালিত নতুন সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’ এর টিজার। যেখানে পুলিশ অফিসার লিনারূপে ধরা দিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

বুবলী (দেয়ালের দেশ), (মায়া)

‘দেয়ালের দেশ’। পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে বুবলী অভিনয় করেছেন। অন্যদিকে ঈদে আসছে বুবলীর আরেকটি ছবি জসিম উদ্দিন জাকির পরিচালিত ছবি ‘মায়া : দ্য লাভ’। রোমান্টিক ড্রামা ঘরানার ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী

কাজী নওশাবা (মেঘনা কন্যা)

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে কাজী নওশাবা আহমেদ অভিনীত সিনেমা ‘মেঘনা কন্যা’। নির্মাতা ফুয়াদ চৌধুরী বলেন, সিনেমাটির মাধ্যমে বেশ বড় পরিসরে দেখা মিলবে নওশাবার।

স্বাগতা (দেয়ালের দেশ)

মিশুক মনি পরিচালিত দেয়ালের দেশ ছবিতে অভিনয় করেছেন স্বাগতা। এ ছবিতে বুবলীর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ণ করেন তিনি।

সুপ্রভাত (মোনা জ্বীন টু)

মোনা : জ্বীন-২ হলো ২০২৪ সালের বাংলা ভাষার বাংলাদেশি ভৌতিক চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত।

মিস্টি জাহান (ডেড বডি)

মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেড বডি’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন মিস্টি জাহান। আরও আছেন জিয়াউল রোশান, ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু ও কলকাতার অন্বেষা রায়সহ অনেকে।

 

Development by: webnewsdesign.com