হিলি স্থলবন্দরে সব ধরনের পেঁয়াজ ও কাঁচামরিচের দাম কমেছে 

শনিবার, ১২ মার্চ ২০২২ | ১২:১৪ অপরাহ্ণ

হিলি স্থলবন্দরে সব ধরনের পেঁয়াজ ও কাঁচামরিচের দাম কমেছে 
apps
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় বাজারে দাম কমেছে। সেই সাথে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে কাঁচামরিচের। বাজারে ভারতীয় পেঁয়াজ ৩০-৩৪ টাকা কেজি বিক্রি হলেও আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫-২৮ টাকা দরে। দেশি পেঁয়াজ ৪৫- ৪৮ টাকা কেজি বিক্রি হলেও আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা দরে। অন্য দিকে কাঁচা মরিচ ৮০ টাকা কেজি বিক্রি হলেও আজ প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এতে খুশি পাইকারসহ নিন্ম আয়ের মানুষেরা। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর ঘুরে গেছে, দুই দিন আগে ইন্দোর জাতের পেঁয়াজ আগে ৩২ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ২৫-২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। নাসিক জাতের পেঁয়াজ ২৯ থেকে ৩০ টাকা, গুজরাট জাতের পেঁয়াজ ৩২ ও নগর জাত ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পেঁয়াজ এক সপ্তাহ আগেও ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা গৃহবধূ শাহনাজ পারভীন বলেন, বাজারে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বেড়েছে। সেই সাথে দুই তিন দিন আগে পেঁয়াজ ও কাঁচামরিচ এর দাম ও বৃদ্ধি পেয়েছিলো। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমনি ভাবে বৃদ্ধি পেলে আমাদের মতো মধ্যেবিত্ত ও নিন্ম আয়ের মানুষদের সমস্যায় পড়তে হয় । তবে গত দুই-তিন  আগে হিলি বাজারে ভারতীয় পেঁয়াজ কিনেছি ৩৫ টাকায়। সেই পেঁয়াজ আজ কিনেছি ২৫ টাকায়। আবার কাঁচা ৮০ টাকা কেজি কিনলেও আজ প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এতে করে আমাদের জন্য সুবিধা হয়েছে।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল খান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও তা তুলনামূলক ভাবে কম ছিলো। এ কারণে পেঁয়াজের দাম একটু বেশি ছিলো। সে সময় আমরা ৩৪-৩৬ টাকা দরে বিক্রি করেছি। এখন আমদানি বাড়ায় ওই পেঁয়াজই ২৫-২৮ টাকা দরে বিক্রি করছি। সরবরাহ বাড়লে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব বলেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় প্রায় এক সপ্তাহ আগে থেকে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেতে থাকে। যা দুই তিন দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। আবারও মেহেরপুরসহ আশপাশের এলাকার কাঁচামরিচ বাজারে উঠতে শুরু করায় আজ প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
এদিকে হিলি বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, কিছু দিন আগে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেশি ছিলো এবং চাহিদা ছিলো বেশি। তখন বন্দরে পেঁয়াজ এর আমদানির পরিমাণও কম ছিল। তবে মাঘের হঠাৎ বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের জমি নষ্ট হয়ে উৎপাদন ব্যহত হয়। এতে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় দাম বাড়তে থাকে। এমন অবস্থায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়ানো হয়। সরবরাহ বাড়ায় দামও কমে এসেছে। এছাড়া পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণে এলসি দেওয়া রয়েছে। আগামী রমজানে পেঁয়াজের দাম সাধারণ ক্রেতাদের নাগালে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমদানি গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেড়েছে। বন্দর দিয়ে গত ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত ৬ দিনে ২০৩টি ট্রাকে পাঁচ হাজার ৭৮৬টন পেঁয়াজ এসেছে।

Development by: webnewsdesign.com