হিলি স্থলবন্দরে আমদানি রফতানি শুরু

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | ৫:১৭ অপরাহ্ণ

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি শুরু
apps

পবিত্র ঈদে-ই-মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে এক দিনের ছুটি শেষে আজ(২১ অক্টোবর) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি বলেন, পবিত্র ঈদে-ই- মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে (২০ অক্টোবর) বুধবার এক দিন ছুটির পরে আজ(২১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের সকল প্রকার পণ্য আমদানি রফতানি কার্যক্রম যথারীতি নিয়মে চালু হয়েছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গতকাল বুধবার এক দিন হিলি বন্দরে আমদানি রফতানিসহ বন্দরের অভ্যান্তরীন লোড আনলোড কার্যক্রম বন্ধ ছিলো। আজ বৃহস্পতিবার থেকে বন্দরে পণ্য আমদানি রফতানিসহ বন্দরের অভ্যান্তরীন সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
গোলাম রব্বানী

Development by: webnewsdesign.com