দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করলেন সামরিক বাহিনীর একটি দল

মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ

দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করলেন সামরিক বাহিনীর একটি দল
হিলি সীমান্ত পরিদর্শন করলেন সামরিক বাহিনীর একটি দল
apps

ন্যাশনাল ডিফেন্স স্টাফ কলেজের এডাব্লু এফসি কোর্সের অংশ হিসেবে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর ৭২ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (৮ মে) দুপুর ৩টায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুনুর রশিদের নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে তারা সীমান্তে দায়িত্বরত বিজিবি ও বিএসএফ সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন। পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সহিত মতবিনিময় করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের সময় হিলিতে ঘটে যাওয়া দেশের সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধ সম্পর্কে অবগত হন তারা।

Development by: webnewsdesign.com