হিলিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শনিবার, ০৮ জানুয়ারি ২০২২ | ৪:৪৪ অপরাহ্ণ

হিলিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
apps

দিনাজপুরের হিলিতে সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ্য ও শীতার্ত ব্যক্তিদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য শক্তি”র উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তারুণ্য শক্তি”র সদস্যরা।

শনিবার (৮ জানুয়ারি) সকালে থেকে হাকিমপুর উপজেলার ৩ টি ইউনিয়ন একটি পৌর সভার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের মাঝে এই সব কম্বল বিতারণ করা হয়।

এসময উপস্থিত ছিলেন তারুণ্য শক্তি”র উপদেষ্টা আব্দুল আল মামুন, প্রচার সম্পাদক আব্দুল রহিম মিথুন, সদস্য রেজোয়ান প্রধান রিমন, সাব্বির আহমেদ নয়ন, আন্তর সরকার, বাদশা, হামিম, রমিম, হামজা ও স্থানীয় সহ অনেকে।

কম্বল বিতরণ সময় তারা বলেন, আমাদের কার্যক্রম গুলোন হচ্ছে আমাদের এলাকায় সুবিধাবঞ্চিত অনেক মানুষ আছে যারা শীতের তীব্রতা সহ্য করতে না পেরে অনেক কষ্ট করে। তাদের চিন্তা করে প্রতি বছরের ন্যায় এই বছরেও “তারুণ্য শক্তি”র উদ্যোগে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই সব কম্বল বিতারণ করি। যেন তারা শীতের তীব্রতা থেকে কিছু সময় পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পাড়ে। এছারাও যারা বাদ পরবে তাদের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে।

Development by: webnewsdesign.com