হিলিতে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে

বুধবার, ২০ অক্টোবর ২০২১ | ৬:২৮ অপরাহ্ণ

হিলিতে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে
apps

বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। এর প্রভাবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। আর দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে। সরবরাহ বৃদ্ধি পেলে আরও দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে বন্দরের খুচরা বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজ এর দাম কমে প্রতি কেজি ৩২ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে।

বুধবার (১৯ অক্টোবর) হিলি দুপুরে বন্দরের খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

ফুলকপি কেজি ৫০ টাকা, বাঁধাকপি কেজি ৫০ টাকা, মুলার কেজি ২০ টাকা। এছাড়া বেগুন ৪০ টাকা, গাজর ৬০ টাকা, শিম ৬০ টাকা, পটল ২০ টাকা, পুরাতন আলু ১৫ টাকা, টমেটো ৮০ টাকা, পেঁপে ১৫ টাকা, করলা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও দাম কমে খুচরা বাজারে কাঁচামরিচ দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা।

বন্দরের খুচরা বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজারে অনেক নতুন নতুন শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। ফলে দাম আগের চেয়ে অনেকটা কম মনে হচ্ছে।

বাজারে সবজি কিনতে আসা গৃহীনি আলতাফুননেছা বলেন, তিন চার দিন আগে যে বেগুন ৫০ টাকা কেজি কিনেছিলাম, আজ সেই বেগুন ৩৫ টাকা কেজিতে বিক্রি কিনলাম। পটল ছিলো ২৫ টাকা তা বিক্রি হচ্ছে ২০ টাকা, পেঁপে ছিলো ২০ টাকা এখন বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি।

এছাড়া দেখলাম বাজারে সবজির পাশাপাশি পেঁয়াজ ও কাঁচা মরিচের দামও অনেকটা কমেছে। পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা থেকে দাম কমে বিক্রি হচ্ছে ৩২-৩৫ টাকায়। এতে আমারা সাধারণ ক্রেতারা অনেকটা স্বস্তিতে আছি।

হিলি বন্দরের খুচরা বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে। যার কারণে সব সবজির দাম কমতে শুরু করেছে। পাশাপাশি পেঁয়াজ ও কাঁচা মরিচের দামও অনেকটা কমেছে। সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে বলে মনে করেন তিনি।

Development by: webnewsdesign.com