হিলিতে ট্রেন ট্রাজেডি দিবস পালিত

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ | ৯:০৯ অপরাহ্ণ

হিলিতে ট্রেন ট্রাজেডি দিবস পালিত
apps

দিনাজপুর হিলিতে মর্মান্তিক ট্রেন ট্রাজেডি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় হিলি রেলস্টেশনে স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে নিহতদের স্মরনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, রেলওয়ে একতা ক্লাবের সাধারণ সম্পাদক আরমান প্রধান ও আনোয়ার হোসেনসহ অনেকে। আলোচনা সভা শেষে নিহতদের স্মরনে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি শুক্রবার রাত সোয়া ৯ টায় রেল ক্রসিংয়ের উদ্দেশে স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নম্বর লোকাল ট্রেন। তবে সে সময়ের দায়িত্বরত স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের অবহেলার কারণে একই লাইনে ঢুকে পড়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮ নম্বর আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। এতে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৭ জন যাত্রী নিহত হন।

Development by: webnewsdesign.com