হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় রাজশাহীতে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল

শনিবার, ২৩ অক্টোবর ২০২১ | ৬:০৪ অপরাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় রাজশাহীতে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল
apps

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় রাজশাহীতে গণ অবস্থান বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত গণ অবস্থান, গণ অনশন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তারা বলেন, কিছু স্বার্থান্বেষী মহল তাদের অপরাজনীতির উদ্দেশ্য চরিতার্থ করার হীন মানসে উগ্র সাম্প্রদায়িক কার্যক্রমের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের চেষ্টা করছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই প্রাণ দিয়েছে, আবার কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন।

যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই সহাবস্থান করবে। কিন্তু কিছু সংখ্যক স্বার্থান্বেষীদের প্ররোচনায় উগ্রপন্থীরা বার বার সেই চেতনায় আঘাত হানছে। আর হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করেই এই আঘাত হানা হচ্ছে।

বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের কার্যকলাপে জড়িত অপরাধীদের দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারসহ আরো কয়েকটি ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও একই সময়ে মুক্তিযুদ্ধ কমান্ডের আয়োজনে সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Development by: webnewsdesign.com