স্বাস্থ্যবিধি মেনে বাকৃবিতে স্নাতক পর্যায়ের পরীক্ষা শুরু

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | ৪:১৮ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি মেনে বাকৃবিতে স্নাতক পর্যায়ের পরীক্ষা শুরু
apps

দীর্ঘ নয় মাস পর বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকবি) স্নাতক পর্যায়ের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (৩০ ডিসম্বর) সকাল ১০ টায় কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়।

জানা যায়, পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেছ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার কক্ষে প্রবেশের পূর্বে বাধ্যতামূলকভাবে সকলের হাত স্যানিটাইজড করা হয় এবং যথেষ্ট শারিরীক দূরত্ব মেনে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালীন সময় সকলর মাস্ক পরিধান করাও ছিলা বাধ্যতামূলক। এছাড়া অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হয় বিদেশী শিক্ষার্থীদের পরীক্ষা। পরীক্ষার পরিবেশ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মকবুল হাসান জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়াজন করতে পেরে আমি অত্যন্ত খুশি। পরীক্ষা গ্রহণের ব্যাপারে অনেকদিন ধরে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করে আসছিলো। যার পরিপ্রক্ষিতে একাডেমিক কাউন্সিল ও উপাচার্য স্যারের সম্মতিক্রমে আজ পরীক্ষা শুরু করতে পেরেছি। পরবর্তী পরীক্ষাগুলাও এরকম স্বাস্থ্যবিধি মেনেই হবে।’

শিক্ষার্থীদের পক্ষ থেকে আগ্রহ থাকলে এবং একাডমিক কাউন্সিলর সম্মতি পেলে অন্যান্য লেভেলের পরীক্ষাও শুরু হবে বলে জানান ভেটেরিনারি অনুষদের ডিন।

উল্লখ্য, পঞ্চম বর্ষের লিখিত পরীক্ষা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Development by: webnewsdesign.com