সৌদি আরবের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারীর কারাদণ্ড

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ | ১২:২৩ অপরাহ্ণ

সৌদি আরবের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারীর কারাদণ্ড
apps

সৌদি আরবের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারী লুজাইন আল-হাসলুলকে ৫ বছর ও ৮ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, সৌদি রাজতন্ত্রের সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে এবং তা প্রমাণিত হওয়ায় রিয়াদে স্থাপিত কথিত বিশেষায়িত অপরাধ আদালত (এসসিসি) গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) ৩১ বছর বয়সি এই নারী অধিকার কর্মীর বিরুদ্ধে ওই রায় ঘোষণা করেন দেশটির আদালত।

আদালতের রায় থেকে জানা যায়, যদি এই নারী অধিকার কর্মী আগামী ৩ বছরের মধ্যে নতুন করে কোন অপরাধে না জড়িয়ে পড়ে তবে তার ২ বছর ৮ মাসের দণ্ড মওকুফ হয়ে যাবে। সেই সাথে তিনি উচ্চ আদালতে আপিল করার জন্য ৩০ দিন অর্থাৎ এক মাস সময় পাবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে হাসলুলসহ ১২ জনের অধিক মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের বিরুদ্ধে সৌদি স্বার্থ বিরোধী কাজসহ বিদেশি শত্রুদের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছিল।

এর আগে হাসলুল অভিযোগ করে বলেন, তাকে কারাগারে বৈদুতিক শক, যৌন নির্যাতনসহ চাবুক দিয়ে পেটানো হয়েছে।

Development by: webnewsdesign.com