সৌদিআরবে ১,৪৬১ অবৈধ সিম কার্ডসহ ৭ বাংলাদেশী গ্রেফতার

সোমবার, ১১ অক্টোবর ২০২১ | ১:০৫ অপরাহ্ণ

সৌদিআরবে ১,৪৬১ অবৈধ সিম কার্ডসহ ৭ বাংলাদেশী গ্রেফতার
apps

সৌদিআরবের রাজধানী রিয়াদে সিম কার্ডের অবৈধ ব্যবসা করার দায়ে ৭ বাংলাদেশী নাগরিকদের গ্রেফতার করা করা হয়েছে।সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস বলেন, সাইবার ক্রাইম মোকাবেলায় নিরাপত্তা শাখা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে যারা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছে।

গ্রেফতারকৃত ৭ বাংলাদেশী প্রবাসী সিম কার্ডের অবৈধ ব্যবসা -বাণিজ্যে সাথে জড়িত ছিলেন, মূলত এরা গোপনে একজনের একাধিক ফিঙ্গার প্রিন্ট নিয়ে অন্য নাগরিক বা বাসিন্দার নিকট বিক্রি করতো, যা তাদের নামে সম্পূর্ণ অজান্তে নিবন্ধিত থাকতো। কার্ডগুলি রিয়াদ শহরের একটি দোকান থেকে তাদের অপরাধের আড়ালের জন্য সংগ্রহ করা হয়েছিল।

গ্রেফতারকৃত ৭ বাংলাদেশীর কাছ থেকে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১,৪৬১ সিম কার্ড, চারটি আঙুলের ছাপ গ্রহণের মেশিন এবং নগদ অর্থ।
মুখপাত্র আরও বলেন, উক্ত বাংলাদেশীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা নেওয়ার পর পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

 

Development by: webnewsdesign.com