সিলেটে স্বস্থির বৃষ্টি

শনিবার, ০২ অক্টোবর ২০২১ | ৫:৪১ অপরাহ্ণ

সিলেটে স্বস্থির বৃষ্টি
apps

সারা দেশের ন্যায় সিলেটে টানা কয়েকদিনের তাপদাহের পর নেমেছে বৃষ্টি। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছিল মানুষ। শনিবার বিকেলে সিলেটের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি।

তবে সিলেট আবহাওয়া অফিস শনিবার থেকে বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে এবং পরিমাণ খুব বেশী না হলেও হবে বলেই জানিয়েছিল।

টানা ২/৩ দিনের তাপদাহে দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের মানুষও কষ্টে ভুগেছিলেন। ঘরে-বাইরে, কেউ শান্তিতে ছিলেন না। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভোগান্তিও ছিল।

তাপদাহ দীর্ঘায়িত হতে পারে এমন সংবাদে তাই আতংকিত ছিলেন অভিভাবকবৃন্দ। বয়স্করাও এ দুই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটেছেন। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের ভোগান্তি ছিল চরমে।

হঠাৎ বৃষ্টি পড়ায় নগরবাসীর মাঝে স্বস্থি ফিরে এসেছে। রাস্তায় ধুলাবালিও কমে গেছে।

Development by: webnewsdesign.com