সিলেটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | ৫:২১ অপরাহ্ণ

সিলেটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার
apps

সিলেট নগরীর মিরাবাজারস্থ বলরাম আখড়াসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরির্দশন করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল।

শারদীয় দুর্গাপূজার নবমীর দিন বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় সপরিবারে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল বলেন, ‘সিলেটের সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।’ সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়ালের সহধর্মিনী নিতা জয়শওয়াল, বলরাম জিউড় আখড়া সার্ব্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ান পুরকায়স্থ বনি, প্রতিষ্ঠাতা সদস্য সুদীপ পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সহ-সভাপতি নিতীশ রাউত, সহ-সাধারণ সম্পাদক বিজয় ভূষণ ধর, সৌমিত্র চৌধুরী শ্যাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Development by: webnewsdesign.com