সিটি নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা নেই

রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ | ৮:৩২ অপরাহ্ণ

সিটি নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা নেই
apps

আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটের কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে কোনো বাধা নেই। বিষয়টি অবহিত করে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মোহা: ইসরাইল হোসেন রোববার (২৬ জানুয়ারি) দুই রিটার্নিং কর্মকর্তা, বিভাগী কমিশনার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়েছেন।

 

 

চিঠিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের কাজে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ইসির সচিবালয় থেকে ইস্যুকৃত স্টিকারযুক্ত মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। তবে কেন্দ্রের মধ্যে মোটরসাইকেল নিয়ে ঢুকতে পারবেন না। এক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহারকারী সাংবাদিকদের ইসি থেকে ইস্যুকৃত সাংবাদিক পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে।

 

 

 

আগামী ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল বন্ধ থাকবে। এ সময়ও সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের কোনো বাধা নেই বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো নির্দেশনায় জানিয়েছেন ইসি।

Development by: webnewsdesign.com