সালমান খানকে হত্যার চেষ্টায় গুলি

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৬:১৬ অপরাহ্ণ

সালমান খানকে হত্যার চেষ্টায় গুলি
apps

সোমবার (১৫ এপ্রিল) রাতে সালমান খানের বাড়িতে চার রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এইদিন রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেফতার করা হয়। বিহারের বাসিন্দা ছিলেন ভিকি গুপ্ত এবং সাগর পাল নামের ওই দুই ব্যক্তি ।মুম্বাই পুলিশের দাবি, তারা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য। ভিকি গুপ্ত (২৪) এবং সাগর পাল (২১) কয়েকদিন আগে মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি জায়গা থেকে দুটি বাইক ভাড়া নেন। এরপর সালমানের খামারবাড়ি পানভেল এলাকার ভাড়াবাড়িতে বাইক দুটো এনে রাখেন তারা। ঘটনার দিন রোববার ভোরে ওই বাইকে করেই সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এসে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান, যে দৃশ্য ধরা পড়েছে সালমানের বাড়ির সিসি ক্যামেরায়। টাইমস অব ইন্ডিয়ার দাবি, পুলিশ বলছে বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে বসে এই পরিকল্পনা তৈরি করা হয়। কিন্তু সে পরিকল্পনায় তারা সফল হতে পারেননি। ২৫ এপ্রিল পর্যন্ত কারাগারে রাখা হবে অভিযুক্ত দুজনকে। এর মধ্যে চলমান থাকবে তদন্ত। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বোঝা যাবে ঘটনার মোড়। এর আগে রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টা নাগাদ দুই অজ্ঞাত বন্দুকধারী সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে শূন্যে চার রাউন্ড গুলি ছোড়ে। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ হিসাবে বর্ণনা করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজনদের মধ্যে একজন সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় তারা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের উপরে মোট চার রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে একটি তাজা কার্তুজও পাওয়া যায়। এ ঘটনার কয়েক ঘণ্টা পর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সালমানের বাড়ির সামনে এ অপ্রীতিকর ঘটনা ঘটানোর শুধু দায়ই স্বীকার করেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এ বিষয়ে পোস্ট করে আবারও হত্যার হুমকি দিয়েছেন অভিনেতাকে।

Development by: webnewsdesign.com