সাতক্ষীরার কালিগঞ্জে ভূমিহীনের বসতঘরে আগুন

শনিবার, ০৯ জানুয়ারি ২০২১ | ৫:০১ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ভূমিহীনের বসতঘরে আগুন
apps

মা হারানোর ৫ দিনের মাথায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামের ভূমিহীন কবির হোসেন পরিবারের আশ্রায় টুকু হারিয়ে পাগল প্রায়। অসুস্থ বাবা, ছোট্ট শিশু ও স্ত্রীকে নিয়ে শোকে কাতর কবির হোসেন যখন গভীর নিন্দ্রায় ঠিক তখনী একদল দুর্বৃত্ত শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে বসতঘরে আগুন জালিয়ে দেয়।

এসময় কোন প্রাণহানী না হলেও ঘরের ভেতর থাকা কোরআন শরীফ, নগত ৩০ হাজার টাকাসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার (৯ জানুয়ারি) সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি মৌজায় ৫২ বিঘা সরকারি জমি রয়েছে। ওই জমির একপাশে প্রায় ১০ বিঘা জমিতে দীর্ঘদিন যাবত কয়েকটি ভূমিহীন পরিবার বসবাস করছে। বাকী ৪২ বিঘা জমি দখল করে মৎস্যঘের করছে কয়েকজন প্রভাবশালী। সম্প্রতি ওই প্রভাবশালীরা ভূমিহীনদের বিতাড়িত করার জন্য পায়তারা করছে। যার সূত্রধরে ধরে এ আগুন লাগানো হয়েছে বলে জানিয়েছেন তারা।

এদিকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

Development by: webnewsdesign.com