সরকার প্রমাণ করেছে তারা গণবিরোধী রাজনীতি করছে : নুর

শনিবার, ০৫ মার্চ ২০২২ | ৩:৩২ অপরাহ্ণ

সরকার প্রমাণ করেছে তারা গণবিরোধী রাজনীতি করছে : নুর
apps

সরকারি দলের নেতা-কর্মীরা প্রমাণ করেছে তারা গণবিরোধী রাজনীতি করছে বলে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। গতকাল শুক্রবার আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধা, হামলা ও আটকের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে নুর আরও বলেছেন, ‘গণঅধিকার পরিষদের কর্মসূচিতে সহযোগিতা না করে পূর্বঘোষিত কর্মসূচিস্থল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগকে দিয়ে দখল করিয়ে সরকার তার জনবিচ্ছিন্ন অবস্থার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।’

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নুর বলেছেন, ‌‌‘দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদের সমাবেশে বাধা প্রদান করে সরকারি দলের নেতা-কর্মীরা প্রমাণ করেছে তারা গণবিরোধী রাজনীতি করছে। দমন-পীড়ন, হামলা-মামলা করে অবৈধভাবে ক্ষমতায় থাকা যায় না। তাই অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জোরালো দাবি জানাচ্ছি।’

নুর আরও জানান, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল শুক্রবার শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মিছিলটি শাহবাগ মোড়ে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা প্রেসক্লাবে সমাবেশ করার পরামর্শ দিলে আমরা শাহবাগ মোড় ঘুরে মিছিলটি নিয়ে প্রেসক্লাবের উদ্দেশ্য রওনা দেই। কিন্তু ঢাকা ক্লাবের সামনে আসতেই পুলিশ ও সাদা পোশাকের লোক অতর্কিত হামলা করে। হামলায় ১১২ জন আহত হয়।’
সরকারের বেআইনি আদেশ পালন না করার পাশাপাশি সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের মতো গণতান্ত্রিক কর্মসূচি ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে পুলিশসহ প্রশাসনকেও সহনশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নুর।

Development by: webnewsdesign.com