শ্রীমঙ্গলে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শনিবার, ১৩ মে ২০২৩ | ২:১৪ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
apps

শ্রীমঙ্গলে ফুটবল খেলা এমনিতেই বেশ জনপ্রিয়। আর এ জনপ্রিয়তা আরো একধাপ বাড়িয়ে দিয়েছেন ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রশিক্ষক ও জাতীয় ফুটবলার ইকরাম রানা। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ দিন ধরে কোনো ফুটবল খেলা অনুষ্ঠিত হয়নি। সুনামগঞ্জ ফুটবল একাডেমীর সাথে খেলা উপভোগ করতে শ্রীমঙ্গলের ফুটবল প্রেমীসহ সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা বেড়ে গেছে কয়েকগুণ। এমন খবরে দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমীরা ছুঁটে এসেছেন খেলা উপভোগ করতে।

শুক্রবার(১২ মে) বিকাল ৪ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীমঙ্গলে ফুটবল একাডেমী শ্রীমঙ্গল বনাম সুনামগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যে এক সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জাতীয় দলের সাবেক ফুটবলার ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা এর আমন্ত্রণে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় ফুটবল একাডেমী শ্রীমঙ্গল বনাম সুনামগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলার প্রথমার্ধ শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে সুনামগঞ্জ ১-০ গোলে এগিয়ে যায়। ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের খেলোয়াড়রা গোল পরিশোধের জন্য মুহুমুহু আক্রমণ করেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুনামগঞ্জ ফুটবল একাডেমী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সাবেক কৃতি ফুটবলার পিযুস দত্ত, সাবেক জাতীয় ফুটবলার ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: মামুন আহম্মেদ, সাবেক নন্দিত ফুটবলার মো: মোসলেহ উদ্দীন রমজান, আকবর হোসেন শাহীন, শের আলী হেলাল চৌধুরী,মো: শাহ আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান, জেলা রেফারি সমিতির সদস্য বাবুল মিয়া, জুবেল আহমদ।

খেলা শেষে সুনামগঞ্জ ফুটবল একাডেমীর অধিনায়ক ও কর্মকর্তার হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক জাতীয় ফুটবলার ইকরাম রানা, বিশেষ অতিথি ও সাবেক খেলোয়াড় শের আলী হেলাল চৌধুরী ও অন্যান্য অতিথিরা। খেলা পরিচালনা করেন মোঃ এমাদুর রহমান, আবুল কাশেম ও উজ্জ্বল পাষী। চতুর্থ রেফারি ছিলেন মিজানুর রহমান।।

Development by: webnewsdesign.com