শ্রীমঙ্গলে র‍্যাব-জনতা সংঘর্ষ,আহত ১

বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ | ৬:৫৩ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে র‍্যাব-জনতা সংঘর্ষ,আহত ১
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন চলাকালে জনতার সাথে র‍্যাব সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। র‍্যাব আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি ছুড়েছে বলে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাকারিয়া জানান।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউপির কাসিমপুর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট কেন্দ্রের পাশে প্রার্থীদের সমর্থকদের ক্যাম্পেইন সেন্টার ও অস্থায়ী দোকান পাট সরিয়ে নেয়ার সময় স্থানীয়দের সাথে তর্ক বিতর্ক হয় র‍্যাব সদস্যদের। স্থানীয় জনতা র‍্যাব সদস্যদের কথা না শুনলে এক পর্যায়ে তারা লাটিচার্জ করে।

একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের ওপর আক্রমন করে। এতে এক র‍্যাব সদস্য আহত হন। পরে র‍্যাব সদস্যরা বাধ্য হয়ে ফাঁকা গুলি ছুঁড়ে। এতে আতংকিত হয়ে লোকজন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এঘটনায় কিছু সময়য়ের জন্য ওই কেন্দ্রে ভোট গ্রহন বন্ধ হয়ে যায়।

পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। র‍্যাবের এক সদস্য আহত হয়েছে।

Development by: webnewsdesign.com