যুক্তরাষ্ট্রের পর এবার শুটিং করতে মহাকাশে রুশ অভিনেত্রী

বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | ৩:২২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের পর এবার শুটিং করতে মহাকাশে রুশ অভিনেত্রী
apps

যুক্তরাষ্ট্রের পর এবার মহাকাশে সিনেমার শুটিং করতে যাচ্ছে দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়া। পৃথিবীর বাইরে প্রথম কোনো সিনেমার দৃশ্যায়নের জন্য মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন রাশিয়ার এক অভিনেত্রী ও পরিচালক। খবর এএফপির।

যে দুজন মহাকাশ স্টেশনে গেছেন, তারা হলেন— অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্দ (৩৭) ও পরিচালক ক্লিম শিপেঙ্কো (৩৮)। মহাকাশ স্টেশনে পৌঁছাতে তারা দুজন বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে যাত্রা শুরু করেন।

তাদের বহনকারী মহাকাশযানটি মঙ্গলবার ৬টা ১২ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছায় বলে জানানো হয়েছে। হলিউডের একটি প্রকল্পের অংশ হিসেবে মহাকাশে একটি সিনেমার শুটিং করার কথা গত বছর ঘোষণা করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

‘মিশন ইম্পসিবল’ সিরিজের সিনেমার শুটিংয়ের জন্য জনপ্রিয় মার্কিন অভিনেতা টম ক্রুজকে মহাকাশে পাঠানোর কথাও জানানো হয়েছিল। এ জন্য নাসা ও ধনকুবের ইলন মাস্কের স্পেস–এক্স একসঙ্গে কাজ করছে। সেই প্রকল্পকে পরাস্ত করতেই রাশিয়ার এ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

মহাকাশচারী শাকপ্লেরভ বলেছেন, ‘শুধু সিনেমা বানানোই আমাদের লক্ষ্য নয়, আমাদের জীবিত পৃথিবীতে ফিরে আসাও দরকার।’ ইউলিয়া ও শিপেঙ্কো ১৭ অক্টোবর পৃথিবীতে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

Development by: webnewsdesign.com