শিবগঞ্জে ৩টি দোকানে এক হাজার ৫শ টাকা অর্থদন্ড,

রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | ১:৫৭ অপরাহ্ণ

শিবগঞ্জে ৩টি দোকানে এক হাজার ৫শ টাকা অর্থদন্ড,
শিবগঞ্জে ৩টি দোকানে এক হাজার ৫শ টাকা অর্থদন্ড,
apps
শেখর চন্দ্র সরকার বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।
শনিবার দুপুরে কিচক বাজার মনিটিং করার সময় ৩টি দোকানে মূল্য তালিকা ও পন্যের প্যাকেটে ডেট এ্যাক্সপাইরি না থাকায় হাজার ১ হাজার ৫শত টাকা অর্থ জরিমানা করেন তিনি।
এতে সহযোগীতা করেন থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। এব্যাপারে নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, বলেন কিচক বাজার মনিটরিং এর সময় মূল্য তালিকা না থাকা ও পন্যের প্যাকেটে ডেট এ্যাক্সপাইরি না থাকায় ৩টি দোকানে ১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এবং আরো বলেন যে প্রথম বারের মতো ৫শত টাকা করে জরিমানা হলো পরবর্তীতে আরও বেশি করে করা হবে ও সারা রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com