লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৯০ ভাগ সিলেটি

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ৪:৪৪ অপরাহ্ণ

লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৯০ ভাগ সিলেটি
বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলম ।ফাইল ছবি
apps

বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলম বলেছেন, জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটির অনেক বদনাম আছে। এই বদনাম থেকে বিমানকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী বিমানে অনেক শুদ্ধি আনা হয়েছে। ফলে গেলো অর্থবছরে বিমান ২শ’ কোটি টাকার উপরে লাভ করেছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে সিলেট-লন্ডন ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রবিবার দুপুর সোয়া ১২টায় ২৪৪ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইটটি (বিজি ০০১) লন্ডনের উদ্দেশে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট।

প্রতিমন্ত্রী বলেন, লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৯০ ভাগ সিলেটি। তাই ওসমানী বিমানবন্দরে যেন ‘৭৭৭’ উড়োজাহাজ ‘টেক অফ’ করতে পারে সে ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। সে লক্ষ্যে ওসমানী বিমানবন্দরকে আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ শুরু হয়। গত এপ্রিলে রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ শেষ হয়েছে।

Development by: webnewsdesign.com