র‌্যাব-৯, বিজিবি এ্যাসল্ট মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ফয়েজ উদ্দিন (৩০)কে গ্রেফতার করেছে

সোমবার, ০৩ জানুয়ারি ২০২২ | ১১:১৫ পূর্বাহ্ণ

র‌্যাব-৯, বিজিবি এ্যাসল্ট মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ফয়েজ উদ্দিন (৩০)কে গ্রেফতার করেছে
apps

র‌্যাব-৯, সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ জানুয়ারি ২০২২ ইং তারিখ বেলা ১২.১০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি সিলেটের কোতয়ালী থানাধীন বন্দর বাজারস্থ মাশরাফী হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে সিলেট জেলার জৈন্তাপুর থানার মামলা নং- ১০; তারিখ- ১৬/১২/২০২১ ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ই) এর ১(ই), তৎসহ ১৪৩/৩৩২/৩৩৩/৩৫২/৩৫৩ পেনাল কোড; ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়েজ উদ্দিন (৩০), পিতা- মোঃ আলী আহমেদ, সাং- নয়াখেল পূর্ব, থানাঃ জৈন্তাপুর, জেলা- সিলেটকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১৫ ডিসেম্বর, ২০২১, তারিখ রাত অনুমান ৭.৪৫ ঘটিকায় জৈন্তাপুর থানাধীন ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্গত রামপ্রসাদ পূর্ব তেলিপাড়া সাকিনস্থ ছৈয়ার খেয়া ঘাট নামক স্থানে লোকজন চলাচলের কাঁচা রাস্তার পাশে সরকারী কর্মচারীর কতর্ব্য কাজে বাধা প্রদান সহ মারপিট করিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করায় গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য পলাতক আসামীর বিরুদ্ধে সিলেট জেলার জৈন্তাপুর থানায় বিজিবি এ্যাসল্ট মামলা দায়ের করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এলআই-বিজিবি, সিলেট শাখায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

 

Development by: webnewsdesign.com