র‌্যাব-৯ এর আভিযানে চুনারুঘাট থেকে ১২২ পিস ফেন্সিডিল’সহ গ্রেফতার-৩

শনিবার, ০১ জানুয়ারি ২০২২ | ৮:৩৭ অপরাহ্ণ

র‌্যাব-৯ এর আভিযানে চুনারুঘাট থেকে ১২২ পিস ফেন্সিডিল’সহ গ্রেফতার-৩
apps

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প), মৌলাভীবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আভিযান পরিচালনা করে। গত ৩১ডিসেম্বর ২০২১ ইং তারিখ ০৯.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চুনারুঘাট পৌরসভার ০৬ নং ওয়ার্ডের অন্তর্গত চুনারুঘাট বাজারস্থ দক্ষিণ বাসস্ট্যান্ড এর ‘‘মায়ের দোয়া হোটেল” এর সামনে চুনারুঘাট-সাতছড়ি গামী পাকা রাস্তার উপর হইতে। ১২২(একশতবাইশ) বোতল ফেন্সিডিল,খ। ০১টি সিএনজি, গ। ০৩টি মোবাইল, ঘ। ০৪টি সীমকার্ড উদ্ধার পূর্বক ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী অটিক করে।

আটকৃতরা হল ১। লাকি আক্তার চাদনী(৩০), পিতাঃ মৃত-হবিবউল্লাহ, সাং-মনোহরপুর, থানাঃ কুলিয়ারচর, জেলাঃ কিশোরগঞ্জ, (বর্তমান সাং-কমলপুর গাছতলা ঘাট (উত্তরপাড়া), থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ), ২। বকুলা বেগম (৫০), স্বামীঃ ফারুক মিয়া, সাং-কমলপুর গাছতলা ঘাট (উত্তরপাড়া), থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ ও ৩। মোঃ রানুমিয়া (৪১), পিতাঃ মৃত-কাশেম আলী, সাং-সুন্দরপুর, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ ’।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তিগণ অবৈধভাবে মাদক দ্রব্য (ফেন্সিডিল) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যোগসাজস পূর্বক নিজেদের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গণদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৪(গ)/৩৮/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com