রূপচর্চায় ব্যবহার করুন চা পাতা  

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | ৫:০১ অপরাহ্ণ

রূপচর্চায় ব্যবহার করুন চা পাতা  
apps

চা বানানোর পর ব্যবহৃত চা পাতা ফেলে দিই আমরা। তবে রূপ বিশেষজ্ঞরা বলছেন, এই চা পাতা কাজে লাগিয়ে পেতে পারেন উজ্জ্বল ও দাগহীন ত্বক। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে গ্রিন টি ব্যবহার করবেন।চা পাতা ফেলে না দিয়ে ব্যবহার করুন রূপচর্চায়- 

১.বলিরেখাহীন ত্বক পেতে চাইলে গ্রিন টি এর স্ক্রাব ব্যবহার করতে পারেন। ব্যবহৃত গ্রিন টি এর পাতার সঙ্গে খানিকটা চিনি মিশিয়ে ত্বকে ঘষুন। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।

২.চা পাতার সঙ্গে টক দই, মধু ও হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।

৩. গ্রিন টি এর ব্যবহৃত ব্যাগ ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে ত্বকে ম্যাসাজ করুন। ত্বকের ক্লান্তি দূর হবে।

৪.চা পাতার সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ত্বক হবে মসৃণ।

৫.ডার্ক সার্কেল দূর করতে গ্রিন টি এর ঠান্ডা ব্যাগ চোখের উপর দিয়ে রাখুন ১৫ মিনিট। প্রতিদিন ব্যবহার করলে ধীরে ধীরে কমে যাবে চোখের আশেপাশের কালচে দাগ।

Development by: webnewsdesign.com