রূপগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ২ দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল।

শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ | ৩:৪৯ অপরাহ্ণ

রূপগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ২ দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল।
apps

স্বাস্থ্যবিধি মেনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে রপগঞ্জে খামারপাড়া দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার দুই দিন ব্যাপী ৩৪ তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল । গত বৃহস্পতিবার ও শুক্রবার ২৭ ও ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়।

২৭ জানুয়ারি ১ম দিন সুপ্রিম কোর্ট এর আইনজীবী এ্যাড.আশরাফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক (এমপি), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ক্বারী মোঃ শোয়াইব আহমেদ আশরাফী-হবিগঞ্জ।

২৮ জানুয়ারি ২য় দিন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মোঃ জিয়াদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- আল্লামা হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহিম আল মাদানী।

শেষ দিনে মাদ্রাসাছাত্রদের পাগড়ী দান ও আখেরি মোনাজাতে অনুষ্ঠিত হয়। উক্ত মোনাজাতে অংশ নিতে বিকেল থেকে আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন। বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম আল -মাদানী । দুই দিনব্যাপী এই ওয়াজ ও দোয়ার মাহফিলে রূপগঞ্জ উপজেলা সহ আশেপাশের এলাকার মুসল্লিরা জমায়েত হন।

Development by: webnewsdesign.com